সংবাদ প্রকাশের পর নেসকোর এমডি নিয়োগে নতুন মোড়


Janobani

মো. বাকি বিল্লাহ

প্রকাশ: ০৭:২৩ পিএম, ২০শে আগস্ট ২০২৫


সংবাদ প্রকাশের পর নেসকোর এমডি নিয়োগে নতুন মোড়
ফাইল ছবি।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যোগ্য প্রার্থী না পাওয়ায় আবারও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। গত ১৯ আগস্ট দৈনিক জনবাণীতে নেসকোর এমডি নিয়োগে চলছে টাকার খেলা শিরোনামে সংবাদ প্রকাশের পর সিন্ধান্ত পরিবর্তন করে বিদুৎ বিভাগ।


বুধবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।


নেসকোর এমডি পদে নিয়োগের জন্য গত ২৬ জুলাই রাজধানীর আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে বাছাই করা ১৫ প্রার্থীকে পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্য থেকেই এমডি নিয়োগের জন্য তিনজনের নাম বিদ্যুৎ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়। 


বিস্তারিত: নেসকোর এমডি নিয়োগে চলছে টাকার খেলা


তাঁরা হলেন- মো. শামসুল আলম, মো. আশরাফুল ইসলাম ও মো. তোফাজ্জল হোসাইন প্রামাণিক। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট এই তিন প্রার্থীকে সাক্ষাতকারের জন্য বিদ্যুৎ বিভাগে ডাকা হয়েছিল। এই পরীক্ষায় প্রথম হয়েছিলেন মো. শামসুল আলম আর তৃতীয় হয়েছিলেন মো. তোফাজ্জল হোসাইন প্রামাণিক। কিন্তু তৃতীয় স্থান অধিকারকারীকে এমডি বানাতে জোর চেষ্টা করে ব্যার্থ হন বিদুৎ বিভাগের একটি অংশ। জ্বালালি উপদেষ্টার নিরপক্ষ তদন্তে প্রমানণিত হয় এদের ভিতর কেউ যোগ্য প্রার্থী নন। যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।


সূত্রের দাবি, প্রার্থীদের কারো কারো বিরুদ্ধে পতিত সরকারের সঙ্গে সখ্যতার অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


উল্লেখ্য, নেসকোর এমডি পদে নিয়োগকে ঘিরে যে বিতর্ক দেখা দিয়েছে, তা শুধু একটি প্রতিষ্ঠানের নয় পুরো বিদ্যুৎ খাতের জন্য সতর্কবার্তা। যোগ্যতা ও মেধার পরিবর্তে যদি টাকার জোরে শীর্ষ পদে বসা যায়, তবে খাতটির উন্নয়ন নয়, বরং ভোগান্তি আরও বাড়বে। দেশের জনগণ ইতিমধ্যেই বিদ্যুতের ভুতুড়ে বিল, অনিয়ম আর দুর্নীতিতে ক্লান্ত। এখন আবার শীর্ষ পদে বিতর্কিত নিয়োগ এ খাতকে কোথায় নিয়ে যাবে, তা সময়ই বলে দেবে।


আরএক্স/