পাসপোর্ট ছাড়াই ভোটার হতে পারবেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ২০শে আগস্ট ২০২৫

বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার নিবন্ধনে দীর্ঘদিনের পাসপোর্টসংক্রান্ত জটিলতা দূর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।
বুধবার (২০ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ
এসওপিতে বলা হয়েছে, কোনো প্রবাসীর পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে অবস্থানরত এনআইডিধারী তিনজন প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
ভোটার নিবন্ধনের জন্য আবেদনপত্র, জন্ম সনদের কপি, ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শিক্ষা সনদ, নিকাহনামা, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলসহ প্রযোজ্য অন্যান্য নথিও জমা দেওয়া যাবে। প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে নথি দাখিল করা যাবে।
আরও পড়ুন: জুলাইয়ে সড়কে ঝরেছে ৩৮০ প্রাণ: বিআরটিএ
বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।
এএস