বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নেদারল্যান্ডস


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:৩২ পিএম, ২০শে আগস্ট ২০২৫


বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

আগামী ৩০ আগস্ট থেকে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা। এ সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ স্কট এডওয়ার্ডস।


বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর এবং ৩ সেপ্টেম্বর।


আরও পড়ুন: এশিয়া কাপ স্কোয়াডে ফিরতে পারেন সোহান


ডাচ দলের স্কোয়াডে রয়েছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।


খেলোয়াড়দের পাশাপাশি সাত সদস্যের টিম ম্যানেজমেন্টও আসছে বাংলাদেশ সফরে। এর মধ্যে থাকছেন প্রধান কোচ রায়ান কুক, দুই সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক ও হেইনো কুন, এস অ্যান্ড সি কোচ ডিন মুনসামি, ফিজিও লোরেঞ্জো মেয়ার, টিম ম্যানেজার ডেভি বাক্কার এবং মিডিয়া ম্যানেজার কোরেভ রুটগার্স।


আরও পড়ুন: বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান প্রবাসী ফুটবলার কিউবা মিচেল


তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন হয়, সেটিই হবে সবার নজরে।


এএস