এশিয়া কাপ স্কোয়াডে ফিরতে পারেন সোহান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫:২১ পিএম, ২০শে আগস্ট ২০২৫

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। এ দলে বড় কোনো চমক না থাকলেও গুঞ্জন রয়েছে, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান সুযোগ পেতে পারেন মূল দলে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করে আসছেন সোহান। সর্বশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। এরপর আন্তর্জাতিক ম্যাচে আর মাঠে নামতে না পারলেও দেশীয় আসরে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়ছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন এই ক্রিকেটার।
আরও পড়ুন: বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান প্রবাসী ফুটবলার কিউবা মিচেল
জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করে সোহান বলেন, “বাংলাদেশ দলের হয়ে খেলা অনেক গর্বের বিষয়। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখি, সেটি এখনো আগের মতোই রয়েছে। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
বিসিবির এক সূত্র জানিয়েছে, ভালো পারফর্মাররাই জাতীয় দলে জায়গা পাবেন। সোহানের সাম্প্রতিক ধারাবাহিকতা নির্বাচকদের ইতিবাচক ভাবনায় রেখেছে।
আরও পড়ুন: রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
এদিকে, ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ দল এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ খেলবে। এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি বিসিবির চূড়ান্ত ঘোষণার দিকে। সেখানে সোহানের নাম থাকবে কি না, সেটিই দেখার বিষয়।
এএস