রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:৩৩ পিএম, ২০শে আগস্ট ২০২৫


রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
ছবি: সংগৃহীত

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ আবারও ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি তৃতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।


মঙ্গলবার (১৯ আগস্ট) ম্যানচেস্টারে আয়োজিত অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী সালাহ এই সম্মাননা গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলকে ছাড়িয়ে গেছেন, যারা প্রত্যেকে দুইবার করে এই পুরস্কার জিতেছিলেন। এর আগে সালাহ ২০১৮ ও ২০২২ সালে এ সম্মান পান।


আরও পড়ুন: নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু


পুরস্কার গ্রহণের পর সালাহ বলেন, “মিশর থেকে উঠে এসে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারা এবং ইতিহাসের অংশ হতে পারাটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত।”


গত মৌসুমে সালাহ লিভারপুলের হয়ে ২৯ গোল করার পাশাপাশি আরও ১৮ গোলে অবদান রাখেন। তার অসাধারণ নৈপুণ্যেই লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে।


আরও পড়ুন: জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি


পিএফএ’র বর্ষসেরা একাদশেও লিভারপুলের আধিপত্য দেখা গেছে। সালাহর সঙ্গে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ।


নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। প্রথম মৌসুমেই তিনি গানারদের হয়ে ১৯ গোল করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অন্যদিকে তরুণ প্রতিভা বিভাগে পুরুষদের মধ্যে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং নারীদের মধ্যে আর্সেনালের কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ পুরস্কার অর্জন করেছেন।


আরও পড়ুন: নর্দান টেরিটোরিকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ


উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৭ সালের পর এবারই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় বর্ষসেরা একাদশে জায়গা পাননি। সব মিলিয়ে এবারের আসরে লিভারপুলের সাফল্যই বেশি আলোচনায় এসেছে, আর সালাহ লিখেছেন ইংলিশ ফুটবলের নতুন ইতিহাস।


এএস