নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১:০৬ পিএম, ২০শে আগস্ট ২০২৫


নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু
ছবি: সংগৃহীত

আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ধাপের অনুশীলন শেষ করে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সিলেটে পৌঁছায় লিটন দাসের নেতৃত্বাধীন দল।


বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ ক্যাম্প চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুই ভাগে অনুশীলন করবে টাইগাররা। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম সেশন এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি


সিলেট ক্যাম্পে মোট ২১ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এছাড়া আরও ৬-৭ জন ক্রিকেটার যোগ দেবেন, যারা মূল দলে না থাকলেও ম্যাচ অনুশীলনের সুযোগ পাবেন। ২৪ ও ২৫ আগস্ট দুইদিনব্যাপী ম্যাচ সিনারিও অনুশীলন হবে।


এরপর ২৬ আগস্ট একটি পূর্ণাঙ্গ অনুশীলন ম্যাচ আয়োজন করা হবে। এর পর নেদারল্যান্ডস সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হলে বাকিদের সিলেট ছাড়তে হবে।


আরও পড়ুন: নর্দান টেরিটোরিকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ


নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস দল আগামী ২৬ আগস্ট ঢাকায় পৌঁছাবে এবং এরপর সিলেটে গিয়ে সিরিজে অংশ নেবে।


এএস