জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫০ পিএম, ২০শে আগস্ট ২০২৫

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন। তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি সাগরিকার অনুপস্থিতিতে তালাবদ্ধ ছিল।
আরও পড়ুন: নর্দান টেরিটোরিকে হারিয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশ
সাগরিকার বাবা মো. লিটন জানান, তার মেয়ের জমানো টাকা এক প্রতিবেশী ধার নিয়েছিলেন এবং ঘটনার দিনই ফেরত দেন। কিন্তু সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকা চুরি হয়ে যায়। এতে তিনি বিষয়টিকে সন্দেহজনক ও রহস্যজনক বলে মনে করছেন।
তিনি আরও জানান, পুলিশকে খবর দেওয়া হলেও আশানুরূপ সহযোগিতা পাননি। “মেয়ের কঠোর পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে, তা ভাবতেও পারিনি,” বলেন তিনি।
আরও পড়ুন: স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন ক্রীড়া সচিব মাহবুবুল আলম
এ বিষয়ে সাগরিকা বলেন, “ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা লজ্জার বিষয়, তাই প্রথমে মিডিয়াতে জানাইনি। তবে জেলা প্রশাসককে জানিয়েছি এবং থানায় অভিযোগ করেছি। টাকা নিয়ে গেছে, কিন্তু আমার কপাল তো নিতে পারেনি। আমি আবার আয় করতে পারব। তবে পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।”
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এএস