বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান প্রবাসী ফুটবলার কিউবা মিচেল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৩৫ পিএম, ২০শে আগস্ট ২০২৫


বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান প্রবাসী ফুটবলার কিউবা মিচেল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলে যোগ দিলেন আরেক প্রবাসী তারকা কিউবা মিচেল। এর আগে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলে নতুন উন্মাদনা সৃষ্টি করেছিল। ভারতের বিপক্ষে ড্র কিংবা সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে হার, এসব পারফরম্যান্সে বোঝা গেছে, এশিয়ার দলগুলোর সঙ্গে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই।


তবে কিউবার লক্ষ্য শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তিনি জাতীয় দলকে নিয়ে দেখতে চান আরও বড় স্বপ্ন বিশ্বকাপে খেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বপ্ন বিশ্বকাপে খেলা। কঠিন হলেও অসম্ভব নয়।”


আরও পড়ুন: রেকর্ড গড়ে তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ


বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এখনো বিশ্বকাপে খেলার সৌভাগ্য হয়নি। ১৯৮০ সালের এশিয়ান কাপই দেশের একমাত্র বড় আন্তর্জাতিক সাফল্য। সেই বাংলাদেশকে নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন কিউবা। তার বিশ্বাস, বর্তমান স্কোয়াডে যেমন হামজা চৌধুরী ও শমিত সোমের মতো খেলোয়াড়রা আছেন, তেমনি দলের বোঝাপড়াও বেশ ভালো। সবচেয়ে বড় কথা, দলটা এখন গড়ে ওঠার পর্যায়ে রয়েছে। তাই তিনি মনে করেন, একসঙ্গে থাকলে সবই সম্ভব।


কিউবার সামনে সুযোগ ছিল জ্যামাইকার হয়ে খেলার। দেশটি ১৯৯৮ সালে বিশ্বকাপে অংশ নিয়ে জাপানের মতো দলকে হারিয়েছিল। কনকাকাফ অঞ্চলের প্রতিযোগিতা তুলনামূলক সহজ হলেও কিউবা সেই পথ না বেছে বাংলাদেশকেই বেছে নিয়েছেন।


আরও পড়ুন: নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু


এ প্রসঙ্গে তিনি বলেন, “যখন হামজা (চৌধুরী) বাংলাদেশ দলে যোগ দিল, তখন অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এটা নিয়ে ভাবতে শুরু করে। আমিও তাদের একজন ছিলাম।”


কিউবা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যোগাযোগ এবং ভক্তদের অসংখ্য ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করেছে। “যখন বাফুফে আমার সঙ্গে যোগাযোগ করে এবং ভক্তদের কাছ থেকে অসংখ্য বার্তা পাই, তখন মনে হলো ওদের কিছু একটা ফেরত দেওয়া উচিত। জাতীয় দলে খেলে এবং ভালো পারফরম্যান্স দিয়েই সেটা সম্ভব।”


আরও পড়ুন: জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি


এখন তার চোখ শুধু এক স্বপ্নে বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে দেখা।


এএস