সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট

রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে দেশটির সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৭ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তরুণীর বাবা উপস্থিত ছিলেন। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। মুগদা থানার পুলিশ ও তার বাবা-মাকে তরুণীকে হাজির করতে বলা হয়। একইসঙ্গে ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গত বছর কানাডা বংশোদ্ভূত ওই তরুণী বাংলাদেশে আসেন। ১৯ বছর বয়সী তরুণী মা-বাবার কাছে এসে বিপদে পড়েন। কোনোভাবেই আর তাকে কানাডা ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় পরিবার। গত ১০ মাস ধরে তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেয়ার অভিযোগ উঠে। বিষয়টি গত বছর জুলাইয়ে কানাডার দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানান সেই তরুণী। কানাডা সরকার হাইকোর্টের শরণাপন্ন হয়। সেই তরুণীকে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। সব শুনে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেন। বলেন, কাউকে নিজের মতের বিরুদ্ধে আটকে রাখা যাবে না। পরে তার মোবাইল, ল্যাপটপ ফেরত দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে তরুণীর কানাডা যাওয়ার প্রস্তুতি শুরু করার কথাও বলা হয়।

ওআ/