বসুন্ধরা সিটিতে শুরু হলো দুই সপ্তাহব্যাপী ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৭ পিএম, ২০শে আগস্ট ২০২৫

ঋতুর রানী শরতের আগমনে দেশের অন্যতম বৃহৎ শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মলে আজ থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী “ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট”। উৎসবটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
বুধবার রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।
আরও পড়ুন: মহাখালী বস্তিতে আগুন, ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন, “বসুন্ধরা সিটি সবসময়ই নতুনতম ফ্যাশন ট্রেন্ডের সাথে দর্শনার্থীদের পরিচিত করাতে এবং ক্রেতাদের জন্য ভ্যালু অ্যাডিশন করতে সচেষ্ট। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন উন্মোচিত হচ্ছে, অন্যদিকে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।”
এবারের ফ্যাশন ফেস্টে টাইটেল স্পন্সর আমিন জুয়েলার্স। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে রয়েছে ইনফিনিটি ও মিনিসো। অংশগ্রহণ করেছে দেশি-বিদেশি ব্র্যান্ডের মধ্যে ক্লাবহাউস, ইরানি বোরকা বাজার, ফ্রিল্যান্ড, মিনিসো, মেন্স ওয়ার্ল্ড, শিশু পরিবহন, বন্ড, বে প্রভৃতি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড।
আরও পড়ুন: মহাখালী সাততলা বস্তিতে আগুন, ফায়ার সার্ভিস যানজটে আটকা
ফেস্টিভ্যালে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- নতুন কালেকশনের ফ্যাশন শো, গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার, লাইভ এন্টারটেইনমেন্ট ও ইন-স্টোর অ্যাক্টিভেশন, আকর্ষণীয় ফটোবুথ এবং প্রাণবন্ত ফ্ল্যাশ মোব।
শরতের এই উৎসবকে স্মরণীয় করে তুলতে ফ্যাশন, বিনোদন ও শপিংয়ের সমন্বয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দিচ্ছে বসুন্ধরা সিটি।
এএস