লিবিয়ার থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৭ এএম, ২১শে আগস্ট ২০২৫


লিবিয়ার থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৬টায় বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।


আরও পড়ুন: সিলেটের সাদাপাথর লুট: জেলা প্রশাসন ও দুদকের প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য


সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। লিবিয়ায় প্রবেশের পর তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, দেশে ফেরার পর তাদের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। এরপর তারা স্বজনদের কাছে ফিরে যেতে পারবেন।


আরও পড়ুন: রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী


বিমানবন্দরে পৌঁছানোর পর আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এর আগে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।


এএস