ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে উত্তেজনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৩ পিএম, ২১শে আগস্ট ২০২৫


ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা, সায়েন্সল্যাবে উত্তেজনা
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।


পুলিশ জানায়, সংঘর্ষের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে সিটি কলেজের তিনজন ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী রয়েছেন।


আরও পড়ুন: সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই


ঘটনার পরপরই নিউমার্কেট ও ধানমন্ডি থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আমরা এখনো কারণ জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”


এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন। ২০ ফেব্রুয়ারি ও ১৮ মার্চের সংঘর্ষেও একাধিক শিক্ষার্থী ও পথচারী আহত হন।

এসএ/