প্রবল ঝড় বৃষ্টিতে আসামে নিহত ৮, বিপর্যস্ত ৫৯২টি গ্রাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রবল ঝড় বৃষ্টিতে আসামে নিহত ৮, বিপর্যস্ত ৫৯২টি গ্রাম

প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের আসাম রাজ্য। উত্তর-পূর্বের আসাম রাজ‍্যের বিভিন্ন জেলায় ঝড়ের তান্ডবে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সূত্রে খবর, ঝড়- বৃষ্টিতে আসামে ৮ জনের প্রাণহানি ঘটেছে। ২০ হাজারের ও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাকৃতিক দুর্ভোগে ৫৯২টি গ্রাম তনছন হয়ে গেছে বলে জানা যায়। 

এই প্রসঙ্গে আসাম বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে, ১৪ এপ্রিল থেকে ১৫ এপ্রিল রাত ৮ টা পর্যন্ত ঝড়বৃষ্টিতে সে রাজ‍্যে ৮ জনের মৃত্যু হয়ে। রাজ‍্যের বিভিন্ন প্রান্তে ঝড়ের তান্ডবে ক্ষতির মুখে পড়েছেন অনেকে। ঝড়- বৃষ্টিতে টিংখং এলাকায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত ১৪ এপ্রিল গোয়ালপাড়া, বরপেটা, ডিব্রুগড়, কামরুপ( মেট্রো), নলবাড়ি, চিরাং, দরং, কাছাড়, গোলাঘাট, কার্বি আংলং, উদালগুড়ি, কামরুপ জেলায় ৫৯২ টি গ্রাম তছনছ হয়েছে। ডিব্রুগড় জেলার টিংকং এলাকায় ঝড়ের তান্ডবে বাঁশগাছ উপড়ে এক নাবালিকা সহ ৪ ব‍্যক্তির মৃত্যু  ঘটেছে। বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে গোয়ালপাড়া জেলার মাটিয়া এলাকায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

এএসডিএমএ রির্পোটে উল্লেখ করা হয়েছে ৫ হাজার ৮০৯টি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৫৫টি পাকা বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসএ/