ইউটিউব চ্যানেল চালু করল ইসি, এআই অপব্যবহার নিয়ে সতর্ক করলেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ২১শে আগস্ট ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) এবার আনুষ্ঠানিকভাবে ইউটিউবে নিজেদের অফিসিয়াল চ্যানেল চালু করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: রোববার আসতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
সিইসি বলেন, এই চ্যানেলের মাধ্যমে ভোটার নিবন্ধন, নির্বাচনের সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং ভোটারদের দায়িত্ব ও কর্তব্যসহ নির্বাচন-সংক্রান্ত সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। বিশেষ করে নারী, যুবসমাজ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাই অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অপরিহার্য। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক থাকতে হবে। যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: শিক্ষা ক্যাডার থেকে পদত্যাগ করলেন ৬ কর্মকর্তা
এছাড়া জনগণকে নিয়মিত ইসির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সঠিক তথ্য গ্রহণের অনুরোধ করেন সিইসি নাসির উদ্দিন।
এএস