শিক্ষা ক্যাডার থেকে পদত্যাগ করলেন ৬ কর্মকর্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৫ পিএম, ২১শে আগস্ট ২০২৫


শিক্ষা ক্যাডার থেকে পদত্যাগ করলেন ৬ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বিসিএস শিক্ষা ক্যাডারের ছয় কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছাড়লেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, তাদের মধ্যে পাঁচজন ৪৩তম বিসিএসের মাধ্যমে অন্য ক্যাডারে যোগদানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন।


আরও পড়ুন: নিরাপত্তা যাচাই শেষ না হলে ভিসা দেওয়া হয় না: মার্কিন দূতাবাস


শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাদের ইস্তফা গ্রহণ করা হয়েছে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আদেশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।


আরও পড়ুন: বাপাবিপ্রস-ডিপিডিসি ইউনিটের নতুন ভাইস চেয়ারম্যান আহসান ও মোর্শেদ


রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।


নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।


আরও পড়ুন: ভিসা ছাড়াই পাকিস্তান সফরের সুযোগ পেলেন কূটনৈতিক পাসপোর্টধারীরা


সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।


লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।


আরও পড়ুন: নির্বাচন শেষেই সব দায়িত্ব ছেড়ে দেব: প্রধান উপদেষ্টা


এ ছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদে যোগদান করায় এ চাকরি ছেড়েছেন।


এএস