নিরাপত্তা যাচাই শেষ না হলে ভিসা দেওয়া হয় না: মার্কিন দূতাবাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২২ পিএম, ২১শে আগস্ট ২০২৫


নিরাপত্তা যাচাই শেষ না হলে ভিসা দেওয়া হয় না: মার্কিন দূতাবাস
ছবি: সংগৃহীত

নিরাপত্তা বিষয়ক সব ধরনের উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করে না যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।


পোস্টে উল্লেখ করা হয়, ভিসা মূল্যায়নের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার অঙ্গীকারবদ্ধ। তাই নিরাপত্তা সংক্রান্ত বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো আবেদন অনুমোদন করা হয় না।


আরও পড়ুন: ভিসা ছাড়াই পাকিস্তান সফরের সুযোগ পেলেন কূটনৈতিক পাসপোর্টধারীরা


এছাড়া ভুয়া কাগজপত্র জমা দেওয়া হলে আবেদন সরাসরি বাতিল করা হয় এবং আবেদনকারীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় বলে সতর্ক করেছে দূতাবাস।


এএস