ভিসা ছাড়াই পাকিস্তান সফরের সুযোগ পেলেন কূটনৈতিক পাসপোর্টধারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ২১শে আগস্ট ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়।
পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন।
আরও পড়ুন: নির্বাচন শেষেই সব দায়িত্ব ছেড়ে দেব: প্রধান উপদেষ্টা
তিনি আরও জানান, এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি ইতোমধ্যে বাংলাদেশ আরও ৩১টি দেশের সঙ্গে করেছে।
এ সময় প্রেস সচিব দেশের পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিদ্যুৎ খাতে অনিয়ম এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। তবে এ প্রক্রিয়ায় আরও সময় লাগবে।
আরও পড়ুন: রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। তাছাড়া, আগামী ২৫ আগস্ট প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে যাবেন বলেও জানান তিনি।
এএস