রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ পিএম, ২১শে আগস্ট ২০২৫

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পরিষদের ৩৯তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংশোধিত অধ্যাদেশে পূর্বের ১১টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো- রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে সচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্দিষ্ট ক্যাডারের পরিবর্তে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের নিয়োগের বিধান।
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ ফেরত আনতে কয়েক বছর লাগবে: প্রেস সচিব
অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনায় অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে। অন্যদিকে, রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগের সুযোগ পাবেন।
এছাড়া রাজস্ব নীতি বিভাগের আয়কর নীতি, শুল্ক নীতি, ভ্যাট নীতি, দ্বৈতকর পরিহার চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও কাস্টমস সম্পর্কিত অনুবিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের আইন বাস্তবায়ন, মাঠ প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনুবিভাগে অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: সাগর-রুনির সন্তান মেঘের হাতে প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
অধ্যাদেশে আরও বলা হয়েছে, উভয় বিভাগের অন্যান্য অনুবিভাগেও যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে।
এএস