মারিউপোল সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার আলটিমেটাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মারিউপোল সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার আলটিমেটাম

ইউক্রেনের মারিউপোল শহরের সেনাদের আত্মসমর্পণ করতে আলটিমেটাম দিয়েছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) আলজাজিরা ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় বাহিনীকে মস্কোর স্থানীয় সময় রোববার ভোর ৬টার মধ্যে অস্ত্র ছেড়ে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যারা অস্ত্র সমর্পণ করবে কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। যদিও এ বিষয়ে ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে রাশিয়া দাবি করে, তাদের সেনারা মারিউপোলের শহরাঞ্চল দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে, ২৪ ফেব্রুয়ারির আগ্রাসনের পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম শহর হতে যাচ্ছে মারিউপোল।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এসএ/