দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা প্রকাশ হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩২ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে দুই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি রাজনৈতিক দল
সিইসি স্পষ্টভাবে বলেন, এবার আর ভোটকেন্দ্র দখল করে জেতার সুযোগ নেই। যদি কেউ কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে এই পদ্ধতির কোনো বিধান নেই। আমরা সংবিধানের বাইরে গিয়ে কাজ করতে পারি না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে আইন পরিবর্তন হলে বিষয়টি বিবেচনা করা যাবে।”
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

কৃষকের আলু কিনবে সরকার, কোল্ড স্টোরেজের দামও নির্ধারণ করা হবে: কৃষি উপদেষ্টা

ড. ইউনূসের প্রভাবেই বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

শুরু হয়েছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী
