ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

দুদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ড. ইউনূসের প্রভাবেই বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব
কূটনৈতিক সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন রোববার ইসহাক দারের প্রধান বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনগণের চলাচল সহজীকরণসহ নানা দ্বিপক্ষীয় ইস্যু প্রাধান্য পাবে।
রোববার বিকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরকালে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার। জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ ছাড়াও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন: শুরু হয়েছে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী
২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন। এরপর দীর্ঘ এক দশক এ স্তরে কোনো সফর হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নিতে ইসহাক দারের এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আরএক্স/