গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪৯ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছেই না। সর্বশেষ হামলায় আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ২৬৩ জনে।


শুক্রবার (২২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামলায় নিহতদের পাশাপাশি আরও ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে।


আরও পড়ুন: গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা জাতিসংঘের


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বা রাস্তায় লাশ হয়ে পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।


এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। এভাবে সাহায্য চাইতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ জনে। গত ২৭ মে থেকে আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ১৯৭ জন।


আরও পড়ুন: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে গ্রেফতার


স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এক দিনে অনাহার ও অপুষ্টিতে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা ২৭৩ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১১২ জন শিশু।


অন্যদিকে আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল ভবনের ওপর ইসরায়েলি কোয়াডকপ্টার থেকে বিস্ফোরক নিক্ষেপ করলে অন্তত ১২ বেসামরিক নাগরিক নিহত হন। ওই স্কুল ভবনে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। একইদিন তুফাহ এলাকায়ও এক ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে আল-আহলি হাসপাতালের একটি সূত্র।


আরও পড়ুন: দুই সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে ইউক্রেন-রাশিয়া শান্তির সম্ভাবনা: ট্রাম্প


এর আগে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে। তবুও গাজায় আগ্রাসন ও রক্তপাত বন্ধ হয়নি, যা নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।


এএস