গাজার শিশুদের প্রতি সহানুভূতি দেখাতে মেলানিয়া ট্রাম্পকে চিঠি এমিন এরদোয়ানের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:০৮ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


গাজার শিশুদের প্রতি সহানুভূতি দেখাতে মেলানিয়া ট্রাম্পকে চিঠি এমিন এরদোয়ানের
ছবি: সংগৃহীত

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন, গাজার শিশুদের প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানিয়ে। চিঠিতে তিনি লিখেছেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার সংবেদনশীলতা যেন গাজার শিশুদের জন্যও প্রকাশ পায়।


আরও পড়ুন: ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলায় নিহত ৩৫


এমিন এরদোয়ান উল্লেখ করেছেন, গত দুই বছরে গাজায় প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে। তিনি আরও বলেন, একজন মা ও মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত এবং আশা করি, আপনি গাজার শিশুদের প্রতি অনুরূপ সহানুভূতি দেখাবেন।


আরও পড়ুন: ভারতের সঙ্গে নিরপেক্ষ জায়গায় আলোচনায় আগ্রহী পাকিস্তান: ইশহাক দার


এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেন এবং ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলেন। সম্প্রতি জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।


আরএক্স/