প্রাইজবন্ড নিরাপদ সঞ্চয় নাকি ভাগ্যের খেলা? জানুন সুবিধা-অসুবিধা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


প্রাইজবন্ড নিরাপদ সঞ্চয় নাকি ভাগ্যের খেলা? জানুন সুবিধা-অসুবিধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সঞ্চয় এবং ভাগ্য পরীক্ষার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো প্রাইজবন্ড। এটি একটি সরকারি বিনিয়োগ প্রকল্প, যেখানে গ্রাহক যেকোনো সময় বন্ড কিনতে বা ভাঙাতে পারেন। সরাসরি কোনো সুদ না থাকলেও বছরে চারবার আয়োজিত লটারির মাধ্যমে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পেয়ে থাকেন।


প্রাইজবন্ড মূলত জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহের একটি সরকারি উদ্যোগ। এখানে সুদের পরিবর্তে নির্দিষ্ট তারিখে (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর) অনুষ্ঠিত লটারিতে অংশগ্রহণের সুযোগ মেলে। একবার কেনা প্রাইজবন্ড বারবার ড্রতে অংশ নিতে পারে।


আরও পড়ুন: ২৩ দিনে প্রবাস আয়ে যুক্ত হলো ১৭৪ কোটি ডলার


প্রাইজবন্ড কেন আকর্ষণীয়?

  • যেকোনো সময় ভাঙানো যায়।
  • সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে ব্যবহারযোগ্য।
  • সুদভিত্তিক নয়, তাই ইসলামী দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য।
  • বছরে চারবার পুরস্কার জেতার সুযোগ।


পুরস্কার কাঠামো

  • প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা (প্রতিটি সিরিজে একজন)
  • দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা (প্রতিটি সিরিজে একজন)
  • তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা (প্রতিটি সিরিজে ২ জন)
  • চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা (প্রতিটি সিরিজে ২ জন)
  • পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা (প্রতিটি সিরিজে ৪০ জন)

প্রতিটি ড্র-তে মোট ৩,৭৭২ জন বিজয়ী নির্বাচিত হন।


আরও পড়ুন: কমেছে কাঁচামরিচের দাম, বিপাকে আমদানিকারকরা


কোথায় পাওয়া যায়?

  • বাংলাদেশ ব্যাংকের সব শাখায় (ময়মনসিংহ বাদে)
  • দেশের সব তফসিলি ব্যাংকে (শরীয়াহভিত্তিক ব্যাংক বাদে)
  • জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় ব্যুরো অফিস
  • ডাকঘর


সুবিধা

  • মূলধন ফেরত পাওয়ার নিশ্চয়তা।
  • সামাজিক অনুষ্ঠানে অর্থবহ উপহার।
  • বছরে চারবার জেতার সম্ভাবনা।
  • ঝুঁকিমুক্ত বিনিয়োগ।


আরও পড়ুন: দেশের বাজারে সর্বশেষ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


অসুবিধা

  • পুরস্কার জেতা সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভরশীল।
  • ব্যাংক ডিপোজিট বা সঞ্চয়পত্রের তুলনায় কম লাভজনক।
  • পুরস্কারের অর্থে ২০% আয়কর কেটে নেওয়া হয়।
  • নকল প্রাইজবন্ডের ঝুঁকি রয়েছে।
  • পুরস্কার তুলতে প্রক্রিয়া জটিল।
  • মুদ্রাস্ফীতির কারণে ১০০ টাকার প্রাইজবন্ডের প্রকৃত মূল্য আগের মতো নেই।


ফলাফল জানার উপায়

প্রাইজবন্ড ড্র–এর ফলাফল জানা যায় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট ও অর্থ মন্ত্রণালয়ের বিশেষ পোর্টালে: https://prizebond.ird.gov.bd/


আরও পড়ুন: বেনাপোল দিয়ে ৪ মাস পর ফের চাল আমদানি শুরু


সব মিলিয়ে, প্রাইজবন্ডকে নিরাপদ ও সহজলভ্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায়। তবে জেতার অনিশ্চয়তা ও কর কর্তনের বিষয়টি মাথায় রাখা জরুরি। সঠিক পরিকল্পনা থাকলে এটি সঞ্চয়ের পাশাপাশি ভাগ্য পরীক্ষার এক আকর্ষণীয় উপায় হতে পারে।


এএস