সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:০৮ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।


প্রতিবেদনে বলা হয়, গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে ২২ হাজার ২২২ জন প্রবাসী আটক হন। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৩ হাজার ৫৫১ জন, সীমান্ত আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে ৪ হাজার ৬ জনকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: চীনের বিশাল বাঁধ প্রকল্পে নতুন উদ্বেগে ভারত


অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আরও ১ হাজার ৭৮৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার অভিযোগে সৌদি নাগরিকসহ ১৮ জনকেও গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।


গ্রেফতার হওয়া প্রবাসীদের মধ্যে প্রায় ২০ হাজার জনকে দেশে ফেরানোর আগে নিজ নিজ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১২ হাজার ৯২০ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী।


আরও পড়ুন: বাতিল হলো স্পেসএক্সের স্টারশিপ ১০-এর উৎক্ষেপণ


উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাসকারী সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।


এএস