এশিয়া কাপে ভারতকে দুইবার হারাবে পাকিস্তান, দাবি হারিস রউফের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৪৭ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে কথার লড়াই। পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ দাবি করেছেন, এশিয়া কাপে ভারতকে দুইবার হারাবে তার দল।
আরও পড়ুন: পাকিস্তান নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক সমর্থকের প্রশ্নের জবাবে রউফ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “দু’বারই হারাব।” তার এমন মন্তব্যে উপস্থিত দর্শকরা উল্লাস প্রকাশ করেন।
পাকিস্তান ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছে নিজেদের প্রস্তুতি শুরু করেছে। দলের ক্রিকেটাররা অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ব্যস্ত সময় পার করছেন। এসময় মাঠে সমর্থকদেরও দেখা গেছে, যারা খেলোয়াড়দের উজ্জীবিত করছেন।
আরও পড়ুন: একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের চূড়ায় সাকিব
তবে ভারতীয় সমর্থকেরা বিষয়টিকে হালকাভাবে নিয়েছেন। তাদের দাবি, ম্যাচের আগে পাকিস্তানি খেলোয়াড়রা এমন আত্মবিশ্বাসী মন্তব্য করলেও বাস্তবে মাঠে তা প্রমাণ করতে পারে না।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। তাই গ্রুপপর্বে একবার এবং ফাইনালে ওঠার সুযোগ পেলে আবারও মুখোমুখি হতে পারে দুই দল। এর বাইরে সেমিফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।
এএস