নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:২০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

ওসমান ডেম্বেলে বলেছেন, বার্সেলোনায় তার সময় সবসময় সুখের ছিল না, ইনজুরির কারণে বেশির ভাগ সময় কেটেছে। তবুও লিওনেল মেসির কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ডেম্বেলের মতে, মেসি তাকে স্বপ্ন দেখিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন, যা তার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
ডেম্বেলে ফোরফোরটু-কে বলেন, “প্রথম দিন থেকেই মেসির সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। আমার লকার ছিল তার পাশে। মাঠে এবং ড্রেসিংরুমে সব সময় তিনি আমাকে সাহায্য করতেন।”
আরও পড়ুন: পাকিস্তান নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা
মাঠে মেসির অবস্থান, কৌশল এবং দলীয় বোঝাপড়াও ডেম্বেলের কাছে শিক্ষণীয় ছিল। তিনি বলেন, “মেসি নাম্বার টেন হোক বা নাম্বার নাইন, তার কৌশল অসাধারণ। কখন জর্দি আলবা সামনে উঠবে, কখন বল বাড়াবে—সবই তিনি আগে থেকে জানতেন।”
বার্সেলোনায় চার মৌসুমে ৯৫ ম্যাচ খেলেছেন ডেম্বেলে মেসির সঙ্গে। ২০২১ সালে মেসি পিএসজিতে গেলে স্মৃতিটা এখনও তাজা। ডেম্বেলের কথায়, “আমি তো এখনই আমার দুই বছরের মেয়েকে বলি মেসির সঙ্গে খেলার গল্প।”
আরএক্স/