একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের চূড়ায় সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:০৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

বাংলাদেশ তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অনন্য এক নাম সাকিব আল হাসান। ব্যাট-বলে সমান দক্ষতায় একের পর এক ইতিহাস গড়েছেন তিনি। এবার গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হলেন সাকিব।
রবিবার (২৪ আগস্ট) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলা সাকিব। ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে এসে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই স্পর্শ করেন ৫০০ উইকেটের মাইলফলক।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার পাভেল পদকোলজিনের অভিষেক
এরপর ১৭তম ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। মাত্র ২ রান খরচায় কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসীকে ফিরিয়ে নেন সাজঘরে। সব মিলিয়ে ২ ওভার বল করে দেন ১১ রান, নেন ৩ উইকেট। সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৩৩ রান। ফ্যালকনসের হয়ে ছিলেন দলের সেরা বোলার সাকিব।
শুধু বলেই নয়, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রান তাড়ায় নেমে ১৮ বলে ২৫ রান করে দলকে ৭ উইকেট আর ২ বল হাতে রেখে জিতিয়ে মাঠ ছাড়েন। ব্যাটে-বলে সমান অবদান রাখায় হন ম্যাচসেরা।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা
টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট স্পর্শ করা পঞ্চম বোলার সাকিব। তবে ৭ হাজার রান ও ৫০০ উইকেট—এই দুই মাইলফলক ছুঁয়ে ইতিহাসের একমাত্র ক্রিকেটার এখন তিনি।
আরএক্স/