২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ শুরুর সময় জানালো ফিফা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:১২ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালে। টুর্নামেন্টটির চার বছর বাকি থাকলেও এখনই সময় পরবর্তী আসরের সময়সূচি চূড়ান্ত করেছে ফিফা।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে লম্বা ফুটবলার পাভেল পদকোলজিনের অভিষেক
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন মৌসুমে জুন ও জুলাইয়ে। আসরটি আয়োজনে কাতার আগ্রহী থাকলেও ফিফার এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা অনেকটায় কমে গেল। যার মূল কারণ টুর্নামেন্টের সময়সূচি।
এর আগে, ২০২২ বিশ্বকাপে যেমনটি হয়েছিল, কাতারে আসর হলে টুর্নামেন্টটি গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে হওয়া এবারের ৩২ দলের টুর্নামেন্টের পর এবার আসর সম্প্রসারণের জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর লবিংয়ের কারণে ২০২৯ সালে ৪৮ দলের ফরম্যাটে যাওয়ার দাবি জোরালো হলেও ফিফা এখনো ধাপে ধাপে দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৪৯ রানে অলআউট জ্যোতিরা
ফিফা সূত্র জানায়, স্পেন ও মরক্কো ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে তারা যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে, ফলে অবকাঠামো ও প্রস্তুতির দিক থেকে তারাই ফেভারিট।
অন্যদিকে, ২০৩০ বিশ্বকাপে সহ-আয়োজক হলেও পর্তুগালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না।
এসডি/