আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ রোনালদোর


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:১৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ রোনালদোর
ছবি: সংগৃহীত

ক্লাব পর্যায়ে বড় কোনো শিরোপার স্বাদ মিলছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রায় তিন মৌসুম ধরে বড় কোনো প্রতিযোগিতায় ক্লাবের হয়ে ট্রফি জেতেননি তিনি। এবারও সৌদি সুপার কাপের ফাইনালে এসে থেমে গেল স্বপ্ন।


শনিবার (২৩ আগস্ট) রাতে হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে আল আহলির কাছে ৫-৩ গোলে হেরে যায় রোনালদোর দল আল নাসর। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ছিল ২-২ সমতায়।


আরও পড়ুন: আবেগ নয়, যুক্তি দিয়ে এশিয়া কাপের পরিকল্পনা করছে বিসিবি


৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে এটি তার ১০০তম গোলও বটে। তবে যোগ করা সময়ে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি।


৮২ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ গোল করে আবারও এগিয়ে দেন আল নাসরকে। কিন্তু ৮৯তম মিনিটে রজার ইবানেজ গোল করলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।


টাইব্রেকারে দুই দলই প্রথম তিনটি শট সফলভাবে জালে পাঠায়। আল আহলির ফেরাস আলব্রিকান চতুর্থ শটে গোল করলেও আল নাসরের আবদুল্লাহ আল-খাইবারি শট মিস করেন। শেষ শটে গালেনো গোল করলে শিরোপা নিশ্চিত হয় আল আহলির।


আরও পড়ুন: ২-১ সপ্তাহে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয়: জুলিয়ান উড


২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর থেকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। তবে সেটি আমন্ত্রণভিত্তিক হওয়ায় ফিফা কর্তৃক স্বীকৃত নয়।


এভাবে আরেকটি ফাইনালে এসেও রোনালদোর হাত ফসকাল শিরোপা।


আরএক্স/