বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৪৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। 


রবিবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


আরও পড়ুন: আবেগ নয়, যুক্তি দিয়ে এশিয়া কাপের পরিকল্পনা করছে বিসিবি


এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা থাকবে।”


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানান, “এই সফর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের পাশাপাশি দুই বোর্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”


আরও পড়ুন: ২-১ সপ্তাহে পাওয়ার হিটিং আয়ত্ত করা সম্ভব নয়: জুলিয়ান উড


 সিরিজের সূচি (সংযুক্ত আরব আমিরাত):


টি-টোয়েন্টি সিরিজ: ১ম ম্যাচ: ২ অক্টোবর, ২য় ম্যাচ: ৩ অক্টোবর, ৩য় ম্যাচ: ৫ অক্টোবর।


ওয়ানডে সিরিজ: ১ম ম্যাচ: ৮ অক্টোবর, ২য় ম্যাচ: ১১ অক্টোবর, ৩য় ম্যাচ: ১৪ অক্টোবর।


তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।


আরএক্স/