ঢাবি মেট্রো স্টেশন দুইদিনের জন্য বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩২ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন দুইদিন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ৮ সেপ্টেম্বর বিকেল থেকে ৯ সেপ্টেম্বর সারাদিন পর্যন্ত মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটগ্রহণ নিরাপদ রাখতে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। শুধু ভোটের দিনই নয়, গণনার সময়ও সেনাসদস্যরা ভোটকেন্দ্রে অবস্থান করবেন।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথে সেনা মোতায়েন থাকবে। ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা ভোটকেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
আরও পড়ুন: পরিবর্তন করে রাখা হচ্ছে বাংলাদেশ জেলের নাম
রিটার্নিং কর্মকর্তাদের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিন মেট্রো স্টেশন বন্ধ থাকবে এবং ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান

খাল ও ভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আইনগত ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে কনস্যুলেট

ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
