ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৯২ জন।


আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৫৮ জনকে সরাসরি গুলিতে হত্যা করা হয়েছে এবং বাকি ২৮ জন খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন।


আরও পড়ুন: ‘শত্রু’ পাকিস্তানকে বড় বন্যার বিষয়ে সতর্ক করলো ভারত


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং তাদের উদ্ধার সম্ভব হয়নি।


২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করে, যা এখনও চলছে। এ পর্যন্ত ৬২,৭৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৮,২৫৯ জন আহত হয়েছেন।


আরএক্স/