নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৬ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে আপিল বিভাগ সাময়িক সমাধান দিতে চায় না। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান করা হবে, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি সুদূরপ্রসারী প্রভাব ফেলে এবং ভবিষ্যতে আর সংকট না হয়।


বুধবার (২৭ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন—তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হলে তা কোন সময় থেকে কার্যকর হবে?


আরও পড়ুন: শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি


প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আর গত ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগ এই শুনানি মুলতবি করেছিল।


আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার আসামি ভারতের কারাগারে


উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ এই সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। এরপর একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করা হয়।


এই রায়ের বিরুদ্ধে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা পুনর্বিবেচনার আবেদন করেছেন।


আরএক্স/