শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৪ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।


আরও পড়ুন: ৭৩৯টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরল


শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন সহ অন্যান্য আইনজীবী ও সরকারি কর্মকর্তা।


আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি


এর আগে সোমবার রাতেই সরকার ২৫ জনকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে।


আরএক্স/