রাজউকের প্লট কেলেঙ্কারি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালতে পৃথক তিন মামলায় সাতজন সাক্ষীকে হাজির করা হয়। এদিন দুদকের সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মনের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
বাকি ছয়জন সাক্ষী হলেন দুদকের উপপরিচালক মো. মাহবুবাহ রহমান, সহকারী পরিচালক অসীম শীল, কর্মকর্তা উল্লাস চৌধুরী, সহকারী পরিচালক সৌরভ দাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আক্তার জাহান ও অফিস সহকারী শফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান।
এর আগে গত ১১ আগস্ট পৃথক মামলার বাদীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার আসামি ভারতের কারাগারে
রাজউকের প্লট দুর্নীতি নিয়ে পৃথক মামলাগুলোতে শেখ হাসিনাসহ ১২ জন, জয়কে আসামি করে ১৭ জন এবং পুতুলকে আসামি করে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ সাবেক মন্ত্রী, সচিব ও রাজউকের সাবেক শীর্ষ কর্মকর্তারা আসামির তালিকায় রয়েছেন।
দুদক চলতি বছরের জানুয়ারিতে এসব মামলার অভিযোগ দায়ের করে।
এএস