আবু সাঈদ হত্যা মামলার আসামি ভারতের কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৮ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

বাংলাদেশের আলোচিত আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ও পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। শনিবার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা আটক করার পর আরিফুজ্জামানকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ৭৩৯টি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে ফিরল
পুলিশ সূত্র জানায়, তার কাছ থেকে কয়েকটি নথিও উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। পরবর্তীতে তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এ বদলি করা হয়। তবে ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদি
জিজ্ঞাসাবাদে আরিফুজ্জামান জানান, সরকার পরিবর্তনের পর তিনি সাতক্ষীরায় লুকিয়ে ছিলেন। পরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ধরা পড়েন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া আবু সাঈদ হত্যা মামলার চার্জশিটভুক্ত ৩০ আসামির একজন আরিফুজ্জামান। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ১৯৯৩ সালের ওষুধের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ: হাইকোর্টের রায়
ঘটনাটি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছে হাইকমিশন সূত্র। কূটনৈতিক মহল মনে করছে, বিষয়টি নিয়ে শিগগিরই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হতে পারে।
এএস