পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের পৃথক মামলায় সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানান, রাসেল মিয়া হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় কামরুল ইসলাম এবং ইমরান হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়।
আদালতে শুনানি শেষে এ আবেদনের অনুমোদন দেন বিচারক।
আরও পড়ুন: রাজউকের প্লট কেলেঙ্কারি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে
রাসেল হত্যা মামলা
১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় আন্দোলনে অংশ নেন রাসেল মিয়া। বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন আকলিমা আক্তার মামলা করেন।
প্রান্ত হত্যা মামলা
একই দিন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী মিছিলে যোগ দেন মেহেদী হাসান প্রান্ত। সেখানেও গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। পরে তার চাচা নাদিম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি
ইমরান হত্যা মামলা
৫ আগস্ট আন্দোলনের শেষ দিনে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের গুলিতে ইমরান হাসান নিহত হন। তার মা কোহিনুর আক্তার গত ১ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ২৯৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
এএস