বিএনপি ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনায় থানায় ইসির জিডি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৯ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


বিএনপি ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনায় থানায় ইসির জিডি
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (২৬ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নিজেদের উদ্যোগে এ জিডি করা হয়েছে। জিডিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। কেবল শুনানিতে ঘটে যাওয়া মারামারির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


আরও পড়ুন: দাবি আদায়ে এবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের


তিনি আরও বলেন, তদন্তের দায়িত্ব পুলিশের, আমরা শুধু ঘটনাটি অবহিত করেছি।


এর আগে গত শনিবার (২৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শুনানি শেষ করে সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগের নির্দেশ দেন ইসির সচিব।


এএস