তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৩ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি
ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করে সাময়িক সমাধান নয়, বরং একটি স্থায়ী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। এ বিষয়ে স্পষ্ট ও সুদূরপ্রসারী রায় থাকলে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে? -এ প্রশ্ন থেকেই বোঝা যায়, একটি স্থায়ী সমাধান প্রয়োজন। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এমন সিদ্ধান্ত চাই, যা ভবিষ্যতেও কার্যকর থাকবে।”


আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করল ওআইসি


এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি চলছে।


আদালতে আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


এএস