আমাদের সময় বেশি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর দীর্ঘ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইরের ধল্লা এলাকায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সময় বেশি নেই। তবে আমরা একটি কৃষি আইন প্রণয়ন করে যেতে চাই, যাতে কৃষিজমি আর অন্য কোনো কাজে ব্যবহার করা না যায়।”
আরও পড়ুন: সংসদীয় আসনের সীমানা নিয়ে ১৮৯৩ শুনানি শেষ
তিনি আরও উল্লেখ করেন, সড়ক নির্মাণে যেমন জমির মালিককে তিনগুণ মূল্য দেওয়া হয়, তেমনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকেও (এলজিইডি) জমি অধিগ্রহণে একই নিয়ম অনুসরণ করতে হবে।
পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করেন, তবে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে। সরকার ইতোমধ্যে পলিথিন ও প্লাস্টিক বোতলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আগে আমাদের বাবা-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, এখন আমাদেরও সেটাই ব্যবহার করতে হবে। এতে কৃষির উন্নয়ন হবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন সম্ভব হবে।”
আরও পড়ুন: আগামীকাল আসছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবিআহ নূরসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস