সংসদীয় আসনের সীমানা নিয়ে ১৮৯৩ শুনানি শেষ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৮ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


সংসদীয় আসনের সীমানা নিয়ে ১৮৯৩ শুনানি শেষ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে চারদিনব্যাপী মোট ১ হাজার ৮৯৩টি শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) ছিল এ কার্যক্রমের শেষ দিন।


ইসির তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, চারদিনের শুনানিতে ১ হাজার ১৮৫টি আপত্তি (বিপক্ষে) এবং ৭০৮টি পরামর্শ (পক্ষে) জমা পড়েছে।


আরও পড়ুন: আগামীকাল আসছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব


শুধু শেষ দিনে ১২ জেলার ১৮টি আসন নিয়ে ২৬০টি শুনানি হয়। এর মধ্যে ২৫৯টি ছিল আপত্তি এবং একটি মাত্র ছিল পরামর্শ।


সকালে পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬, পাবনা-১ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকেলে টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি সম্পন্ন হয়।


আরও পড়ুন: ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার


দিনের শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ হয়েছে এবং খুব শিগগিরই সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


এএস