আগামীকাল আসছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ হয়েছে এবং দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল নভোএয়ার
এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনী রোডম্যাপ অনুমোদন দেওয়া হয়।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, কর্মপরিকল্পনার সবকিছু ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে, এখন কেবল আনুষ্ঠানিক প্রকাশ বাকি।
আরও পড়ুন: এসবি কর্মকর্তা নিহার রঞ্জনকে ঘিরে সংবাদ ভিত্তিহীন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
উল্লেখ্য, গত ৩০ জুলাই ইসি ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব করা হয়। এই খসড়ার ওপর ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে, যার শুনানি ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৭ আগস্ট শেষ হয়।
এএস