ফ্রান্সসহ আরও চার দেশে এনআইডি সেবা চালুর অনুমোদন পেল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে সম্মতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
তিনি জানান, নতুন যুক্ত হওয়া এসব দেশের প্রবাসীরা এখন ভোটার নিবন্ধনের আওতায় আসবেন। এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানীসহ চারটি অঙ্গরাজ্যে এ কার্যক্রম শুরু করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন
বর্তমানে ইসি বিশ্বের ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। ইতোমধ্যে এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন।
ভোটার হতে প্রবাসীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডিধারী তিনজন নাগরিকের প্রত্যয়ন, অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট দূতাবাসের নিবন্ধন কেন্দ্রে।
আরও পড়ুন: ১ হাজার ১ টাকায় মসজিদ-মন্দিরকে জমি দিলো রেল মন্ত্রণালয়
এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি উপজেলা/থানার নাগরিকদের জন্য অতিরিক্ত নথি যেমন- শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল বা ভাড়া চুক্তিপত্র জমা দিতে হবে।
যদি এসব নথি বিদেশে জমা দেওয়া সম্ভব না হয়, তবে দেশে বসবাসকারী আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দেওয়া যাবে। সব তথ্য যাচাই-বাছাই শেষে প্রবাসীর নিবন্ধন অনুমোদন হলে তার এনআইডি সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়া হবে।
এএস