বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসায় নতুন কড়াকড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত প্রস্তাবিত নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী
প্রস্তাব অনুযায়ী:-
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা ও বিনিময় কর্মীদের জে ভিসা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
- সাংবাদিকদের আই ভিসার মেয়াদ কমিয়ে আনা হবে ২৪০ দিনে।
- চীনা নাগরিক সাংবাদিকদের জন্য এই মেয়াদ হবে মাত্র ৯০ দিন।
- ভিসার মেয়াদ বাড়াতে হলে আলাদা করে আবেদন করতে হবে।
বর্তমানে এসব ভিসার মেয়াদ যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মসূচি বা চাকরির মেয়াদের সঙ্গে সম্পর্কিত থাকে। নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থী, সাংবাদিক ও বিনিময় কর্মীদের জন্য অতিরিক্ত জটিলতা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী, ৩ লাখ ৫৫ হাজার বিনিময় কর্মী এবং ১৩ হাজার বিদেশি সাংবাদিক অবস্থান করছিলেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসাধারীদের ওপর আরও কার্যকরভাবে নজরদারি ও তদারকি চালানোর জন্য এ পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবের ওপর জনগণের মতামত জানাতে ৩০ দিন সময় দেওয়া হবে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
এর আগে ২০২০ সালে একই ধরনের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে তা বাতিল করেন। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংগঠন নাফসা তখনও এই উদ্যোগের বিরোধিতা করেছিল।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আগেও বৈধ অভিবাসন প্রক্রিয়ায় কড়াকড়ি এনেছে। রাজনৈতিক মতের কারণে অনেক শিক্ষার্থীর ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে এবং বহু অভিবাসীর বৈধ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে।
আরএক্স/