বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:২৮ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা তৈরির উদ্যোগ নিয়েছে রাশিয়া। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তি–র বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, দেশটির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে টিকা তৈরির কাজ শুরু করেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী দুই বছরের মধ্যেই টিকাটি বাজারে আসতে পারে।
বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রটির মহামারিবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানান, এ টিকা প্রস্তুতে ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক এমআরএনএ প্রযুক্তি। প্রচলিত টিকার মতো জীবাণু ব্যবহার না করে এতে ব্যবহৃত হবে বিশেষ ধরনের প্রোটিন, যা দেহে প্রবেশের পর নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।
গুশচিন বলেন, “আমরা ইতোমধ্যে প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন তৈরির কাজ শুরু করেছি। আশা করছি দু’বছরেরও কম সময়ে বাজারে আনা সম্ভব হবে।”
এইডস (Acquired Immune Deficiency Syndrome) হলো রোগ ও উপসর্গের সমষ্টি, যা ঘটে এইচআইভি (Human Immunodeficiency Virus) সংক্রমণের কারণে। ভাইরাসটি রোগীর প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে, ফলে তারা সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ে।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে। এরপর থেকে বিশ্বজুড়ে রোগটি ছড়িয়ে পড়ে, বিশেষত সাহারা ও সাব-সাহারান আফ্রিকায় এর প্রভাব সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এক বছরে প্রায় ১০ লাখ মানুষ এইডসে মারা যান। তবে ২০১০ সালের পর থেকে আক্রান্তের সংখ্যা কমছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে এইডসে আক্রান্ত ছিলেন প্রায় ১৩ লাখ মানুষ, যা ২০১০ সালের তুলনায় ৪০ শতাংশ কম।
এর আগে বিভিন্ন দেশ টিকা তৈরির উদ্যোগ নিলেও সফল হয়নি। তবে করোনাভাইরাসের প্রথম টিকা স্পুটনিক–৫ সফলভাবে উদ্ভাবন করেছিল গামালিয়া সেন্টার, যার কার্যকারিতা ছিল ৯৭ শতাংশেরও বেশি এবং ৭০টির বেশি দেশে ব্যবহার হয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, এইডস টিকা তৈরির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি আশাব্যঞ্জক ভূমিকা রাখতে পারে।
সূত্র : আরটি
এসএ/