ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের রাজধানী ইউনিটের শীর্ষ কমান্ডার তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় কিয়েভের অন্তত ১৩টি এলাকায় আবাসিক ভবনসহ নানা স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসায় নতুন কড়াকড়ি
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা।
এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আলোচনার বদলে রাশিয়া আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বেছে নিয়েছে। যুদ্ধ শেষ করার পরিবর্তে তারা হত্যা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রুশ সেনারা ৫৯৮টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৫৬৩টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৭ সন্ত্রাসী
কমান্ডার তাকাচেঙ্কো রয়টার্সকে বলেন, রাশিয়ার আক্রমণের ধরণ সবসময় একই রকম থাকে। বিভিন্ন দিক থেকে সম্মিলিতভাবে হামলা চালানোই তাদের কৌশল। এবারও কিয়েভের আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
সূত্র: রয়টার্স