মাদারীপুরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০৭ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একত্রে ৪টি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও ৩টি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। প্রতিটি বাসে থাকা কমপক্ষে ২৫ যাত্রী আহত হন। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
আরও পড়ুন : জ্ঞান ফিরেছে নুরের
ঢকাগামী লেনে আটকে পড়া এক বাসের যাত্রী গিয়াস উদ্দিন মীর বলেন, প্রায় ৫০ মিনিটের মতো সড়কে আটকে ছিল সকল গাড়ি। পাঁচ্চরে ৪টি বাসের দুর্ঘটনা ঘটেছে।
শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরিয়ে যানবাহন চলাচল উপযোগী করা হয়। দুর্ঘটনায় সকল বাসেরই বেশ কিছু যাত্রী আহত রয়েছেন।
এসএ/