Logo

একসঙ্গে ইফতার করলেন শাহরুখ-সালমান

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
8Shares
একসঙ্গে ইফতার করলেন শাহরুখ-সালমান
ছবি: সংগৃহীত

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। নিজেদের মধ্যে বরাবরই দারুণ সৌজন্যতাবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।একে অপরকে দিয়েছেন প্র...

বিজ্ঞাপন

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। নিজেদের মধ্যে বরাবরই দারুণ সৌজন্যতাবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।

একে অপরকে দিয়েছেন প্রাপ্য সম্মান। এবার একসঙ্গে ইফতার করলেন কিং খান ও ভাইজান।

করোনার জেরে দুই বছর বন্ধ থাকার পর চলতি বছর ফের ইফতার পার্টির আয়োজন করেন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী। সেখানেই উপস্থিত হয়েছিলেন শাহরুখ, সালমান, সঞ্জয়সহ বলিউডের একাধিক তারকা। এদিন দুই খানের পরনেই ছিলো কালো রঙের পোশাক।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতেই সালমানকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। সেসময় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঘটা ছোট একটি ঘটনা থেকেই মনোমালিন্যের শুরু। এমনকি দীর্ঘসময় বন্ধ ছিলো মুখ দেখাদেখি। যদিও সেসব ভুলে পুরনো বন্ধুত্বে ফিরেছেন দুই খান। গত বছর শাহরুখের ছেলে গ্রেপ্তারের পর বন্ধুর সঙ্গে বিভিন্ন জায়গায় ছুটেছেন সালমান। একসঙ্গে পর্দায়ও দেখা যাবে তাদের। সূত্র: বলিউড লাইফ

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD