চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মো. গোলাম রসুল ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একে এম শহিদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজনই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে দায়িত্ব পালন করবেন।
রবিবার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উদ্যোগের উপর: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অতিরিক্ত আইজিপি একে এম শহিদুর রহমানের অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করা হয়েছে। পাশাপাশি তিনি অন্য কোনো সরকারি, আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখবেন না। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত তিনি চুক্তিভিত্তিক এ পদে বহাল থাকবেন।
অন্য প্রজ্ঞাপনে একই শর্তে মো. গোলাম রসুলকেও চুক্তিভিত্তিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্বও ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
এএস